• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

পঞ্চগড়ে চাহিদার চেয়ে দেড়গুণ বেশি কোরবানির পশু

প্রকাশিত: ২৭ জুন ২০২৩  

 
কোরবানির ঈদ উপলক্ষে পঞ্চগড়ে চাহিদার চেয়ে দেড়গুণ বেশি গবাদিপশু প্রস্তুত রয়েছে। ফলে ক্রেতাদের পশু কিনতে ভোগান্তি পোহাতে হবে না বলে আশা করা হচ্ছে।

জেলা প্রাণিসম্পদ অধিদফতরের তথ্য মতে, পঞ্চগড় জেলায় এ বছর করবানির জন্য গবাদিপশুর চাহিদা রয়েছে ৯০ হাজার ৬২টি। এর বিপরীতে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে এক লাখ ৩৫ হাজার ৩৯২টি গবাদিপশু। এর মধ্যে ষাঁড় ২৮ হাজার ৩২৭টি, বলদ ২৬৫টি, গাভি ১১ হাজার ৮২৮টি, মহিষ ৪০টি, ছাগল ৮৪ হাজার ৮৪২টি এবং ভেড়া ১০ হাজার ৯০টি। উদ্বৃত্ত পশুর সংখ্যা ৪৫ হাজার ৩৩০টি।

গরু ব্যবসায়ী সামছুদ্দীন বলেন, বাজারে মাঝারি আকারের দেশি গরুর চাহিদা বেশি। বাইরের ব্যাপারীরা না আসায় কেনাবেচা একটু কম হচ্ছে। যেহেতু ঈদের আরো কয়েকদিন সময় আছে, এর মধ্যেই পশুর হাট জমে উঠবে।

পঞ্চগড় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহাম বলেন, জেলায় এবার কোরবানির চাহিদার চেয়ে গবাদিপশু বেশি প্রস্তুত রয়েছে। এরই মধ্যে কোরবানির পশুর হাট শুরু হয়েছে। হাটগুলোতে সুস্থ-সবল পশু বেচাকেনায় সহযোগিতার জন্য মেডিকেল টিম কাজ করছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –