• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দিনাজপুরে সেণ্ট যোসেফস্ স্কুলে অভিভাবক সমাবেশ

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২০  

দিনাজপুর সেণ্ট যোসেফস্ স্কুলে শুক্রবার শিক্ষক ও অভিভাবক সমাবেশ হয়েছে। বিদ্যালয়ের মাঠে নার্সারি, পঞ্চম, অষ্টম ও নবম শ্রেণির অভিভাবকদের নিয়ে সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাইফুল আলম। 

প্রধান অতিথি বলেন, লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশুরা তাদের নৈতিক ও আদর্শিক চিন্তা ভাবনা সহজ ভাবে খুঁজে পাবে। শিশুদের সব সময়ে ঘরের কোণে রেখে মোবাইল, ল্যাপটপ ও টিভি’র প্রতি আসক্ত না করে খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়ের প্রতি মনোযোগ বাড়ানোর চেষ্টা করতে হবে। তবেই শিশুদের বাড়তি মেধা বিকাশের সহায়তা পাবে।

মোবাইল, ল্যাপটপ ও টিভি’র প্রতি আসক্ত হয়ে শিশুদের মনে অনেক খারাপ চিন্তা-ভাবনা তৈরি হয়ে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে যায়। ফলে তাদের ভালো পথে ফিরিয়ে আনা অসম্ভব হয়ে পড়ে।    

স্বাগত বক্তব্য রাখেন সেণ্ট যোসেফস্ স্কুলের প্রধান শিক্ষক সিস্টার খ্রীস্টিনা লিপি দেশাই। শ্রেণি শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক তোড়া রানী দাস,  মো. আল আমিন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –