• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

রাণীশংকৈলে গরু ব্যবসায়ী তৈয়ব আলী হত্যার রহস্য উদ্ঘাটন   

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২০  

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গরু ব্যবসায়ী তৈয়ব আলী হত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

শুক্রবার রাতে রাণীশংকৈল থানায় এক সংবাদ সম্মেলনে একথা জানান রাণীশংকৈল সার্কেলের এডিশনাল এসপি তৌহিদ-উদ-দৌলা লুপম।

হত্যাকাণ্ডে জড়িত কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- রবিউল, সাব্বির, সাগর আলী জুয়েল রানা, শাহনেওয়াজ।

তৌহিদ-উদ-দৌলা লুপম বলেন, দেড় লাখ টাকার জন্য হত্যা করা হয় গরু ব্যবসায়ী তৈয়ব আলীকে। টিভিতে ‘ক্রাইম পেট্রল’ দেখে হত্যাকাণ্ডের পরিকল্পনা করে ওই পাঁচ কিশোর। হত্যার পর মরদেহ গমখেতে পুতে রাখে তারা।

তিনি আরো বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার পাঁচ কিশোরকে আদালতে পাঠানো হয়েছে। তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তাদের দেয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আরো এক আসামির কথা জানা গেছে। তাকে ধরতে অভিযান চলছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –