• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

রংপুরে চুরির অপবাদ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ১ মার্চ ২০২০  

রংপুরের পীরগাছায় স্বামীর পকেট থেকে ৫ শ টাকা চুরির অপবাদ সইতে না পেরে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
উপজেলার তাম্বুলপুর ইউপির রহমত চর গ্রামে এ ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সামছুন্নাহার বেগগের মৃত্যু হয়। সামছুন্নাহার ওই গ্রামের ফজলু মিয়ার স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার তাম্বুলপুর ইউপির রহমত চরের সামছুল মিয়ার মেয়ে সামছুন্নাহারের সঙ্গে ১০ বছর আগে একই গ্রামের ফজলু মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সে সামছুন্নাহারকে নির্যাতন করে আসছিল। 

শুক্রবার রাতে ফজলুর পকেট থেকে ৫শ টাকা চুরির অপবাদ দিয়ে স্ত্রী সামছুন্নাহারকে শারীরিকভাবে নির্যাতন করে। এতে সামছুন্নাহার অপমানে ও নির্যাতন সইতে না পেরে শনিবার সকালে বিষপান করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিৎিসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। সামছুন্নাহারের সাত বছরের এক ছেলে সন্তান রয়েছে।

পীরগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, বিষয়টি শুনেছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –