• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

রংপুরে বিভিন্ন দেশের উর্ধতন সেনা কর্মকর্তাদের মতবিনিময় 

প্রকাশিত: ১ মার্চ ২০২০  

রংপুরে বিভিন্ন দেশের সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে অভ্যন্তরীণ ভ্রমন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ মার্চ) সকালে রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রংপুর অঞ্চলের শিল্প সংস্কৃতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

এতে অভ্যন্তরীণ প্রতিরক্ষা ও ভ্রমন বিষয়ক বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য রাখেন- চীনের সেনা কর্মকর্তা চে জেন লি, বারমুডার সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আলী মোহাম্মদ, ভারতের সেনাকর্মকর্তা গুরু কৃষ্ণ, সৌদি আরবের সেনা কর্মকর্তা আব্দুল­াহ বিন আব্দুর রহমান, পাকিস্তানের সেনা কর্মকর্তা মোহাম্মদ শরীফ, নাইজেরিয়ান সেনা কর্মকর্তা এ টি লাওয়াল, নেপালের সেনা কর্মকর্তা দিনেশ কুমার প্রমুখ।

এতে রংপুর বিভাগীয় কমিশনার ও পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজিসহ বিভাগীয় উর্ধতন কর্মকর্তা ও সেনা কর্মকর্তাদের অংশ নেন। সভায় রংপুর বিভাগের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, পর্যটন, উন্নয়ন সম্ভাবনা ও যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্ব বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন, আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জামাল হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান ও ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনসহ বিভাগীয় উর্ধতন কর্মকর্তারা।

সভায় ন্যাশনাল ডিফেন্স কোর্স-এনডিসি’র এর অধীনে বিভিন্ন দেশের এগারজন সেনা কর্মকর্তাসহ ২৭ জন অংশ নেন। মতবিনিময় সভা শেষে রংপুর বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে রংপুর অঞ্চলের ঐতিহ্যবাহি স্মারক হিসেবে উপহার সামগ্রী প্রদান করা হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –