• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

গাইবান্ধা-৩ আসনে উপ-নির্বাচন উপলক্ষ্যে প্রতীক পেলেন যারা 

প্রকাশিত: ১ মার্চ ২০২০  

গাইবান্ধা-৩ আসনে উপ-নির্বাচন উপলক্ষ্যে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। গতকাল রোববার গাইবান্ধা জেলা নির্বাচন অফিস কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার মাহাবুবুর রহমান। তিনি জানান, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনটির উপনির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে ওই ৪ জন প্রর্থিী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি আরও সাদুল্যাপুর উপজেলার ১১ ইউনিয়ন পলাশবাড়ী উপজেলার একটি পৌরসভাসহ ৯ ইউনিয়নের ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

প্রতীক পেলেন যারা- বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতিকে নৌকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রার্থী ডা. মইনুল হাসান সাদিককে ধানের শীষ, জাতীয় পার্টির প্রার্থী মাইনুর রাব্বী চৌধুরী রুমানকে লাঙ্গল ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদিকে মশাল প্রতীক দেয়া হয়েছে।
উলে­খ্য, অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার ২০১৯ সালের ২৭ ডিসেম্বর মারা যান। পরে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। ফলে ২১ মার্চ আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –