• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দিনাজপুরে ৪ ইউনিয়নে মাটি ভরাট ও সংস্কার কাজের উদ্বোধন 

প্রকাশিত: ১ মার্চ ২০২০  

দিনাজপুর সদরে ৪ টি ইউনিয়নে মাটি ভরাট ও সংস্কার সম্পন্ন রাস্তার উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট জাকিয়া তাবাস্সুম জুঁই এম.পি।

শনিবার বিকেলে ৭ নং উথরাইলে রামপুর বাজার মোড় হতে হরিমন্দির পযন্ত প্রায় ১ কিলোমিটার, শিকদার হাট বাবুলের মার্কেট স’মিল হতে সেকেন্দারের বাড়ী পযন্ত পুকুরের প্যালাসাইডিং নির্মানসহ পুকুরপার মাটি ভরাট রাস্তা, রামসাগরের পিছনে মোহনপুর বলদিয়া পুকুর হতে আফসারের বাড়ি পযন্ত প্রায় ১ কিলোমিটার মাটি ভরাট রাস্তা ও সস্কার সম্পন্ন রাস্তার উদ্বোধন এবং  রামসাগর হতে খানপুর যাওয়ার রাস্তায় উত্তর ডাঙ্গাপাড়া গ্রামে খতিবুল্লাহর বাড়ি হতে উসমানের বাড়ি পযন্ত মাটি ভরাট কাজের উদ্বোধন করেন এম পি জুঁই।


উদ্বোধন কালে তিনি বলেন উন্নয়নের স্বার্থে বাংলার মানুষের স্বধীন ভাবে চলার স্বার্থে আমাদের কে আবারো নৌকায় ভোট দিতে হবে। আমাদের ছেলে-মেয়েদের ভবিষ্যৎদের কথা চিন্তা করে নৌকার জয়ধ্বনি গাইতে হবে। বাংলাশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রাম বাংলার মানুষের চিত্র পাল্টে দিয়েছে। আমার গ্রাম হবে আমার শহর এই প্রত্যয় নিয়ে বাংলাদেশের এম পি-মন্ত্রীরা কাজ করছে।

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আপনারা আজ বয়স্ক ভাতা থেকে শুরু করে মাতৃগর্ভকালীন ভাতা, শিক্ষাভাতা,বিধবাভাতাসহ বিভিন্ন ভাতা উপভোগ করছেন। রাস্তাঘাট চলাচলের যোগ্য করে তুলছেন আমাদের প্রধানমন্ত্রী তাই বারবার দরকার শেখ হাসিনা সরকার।
উক্ত ৪ টি ইউনিয়নে মাটি ভরাট ও সংস্কার সম্পন্ন রাস্তার উদ্বোধনের সময় স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –