• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

পাট আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন চালিকা হিসেবে আবির্ভূত হয়েছে

প্রকাশিত: ১ মার্চ ২০২০  

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, আমাদের দেশীয় পোশাক শিল্পের পর সবচেয়ে সম্ভাবনাময় খাত পরিবেশ বান্ধব পাট এবং পাটজাত পণ্য।

আন্তর্জাতিক বাজারে এ শিল্প দেশের আগামীর অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন চালিকা শক্তি হিসেবে আবির্ভুত হয়েছে । 
রোববার শহরের সেনুয়া ব্রীজ সংলগ্ন এলাকায় সুপ্রিয় জুট মিলের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি । 


তিনি বলেন, এ অঞ্চলের বেকার সমস্যার সমাধানে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিশ্বব্যাপী প্লাস্টিক পণ্য বর্জনের ফলে আমাদের পাট ও পাটজাত পণ্যের চাহিদার নতুন দিগন্ত সূচনা হয়েছে। সুপ্রিয় জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক বাবলুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম), ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। 


উল্লেখ্য, আন্তর্জাতিক মান সম্পন্ন মিলটি নির্মানে ব্যায় হয়েছে ৫০ কোটি টাকা। মিলটিতে মোট ৩ শিফটে ১২ শ শ্রমিক কাজ করবে।  

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –