• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

রংপুরে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০  

রংপুরে সড়ক দূর্ঘটনায় রবিউল ইসলাম (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

সে হাজীরহাট রণচন্ডী ডাক্তারপাড়ার খলিলুর রহমানের ছেলে। রবিউল ইসলাম উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়তো বলে জানায় পুলিশ।

হাজীরহাট থানা সূত্রে জানা যায়, বুুধবার বিকেল সাড়ে ৩টার দিকে হাজীরহাট থেকে মোটরসাইকেলে করে রবিউল ও তার এক বন্ধু শহরের দিকে যাচ্ছিলো।

পুরাতন বেতারপাড়া এলাকায় আসলে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে তারা রংপুর-দিনাজপুর মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে যানবাহন রবিউলকে চাপা দিলে তার মৃত্যু হয় বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় আহত অচেতন রবিউলের বন্ধুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। রবিউলের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

হাজীরহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যুর কারণ অনুসন্ধান করছি। নিহত যুবকের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমগরে রাখা হয়েছে। অপর যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে সে রবিউলের বন্ধু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে দূর্ঘটনা রোধে সরকার প্রতিনিয়তই নিত্য নতুন উদ্যোগ গ্রহণ করছে। এসব উদ্যোগ প্রকল্পের মাধ্যমে বাস্তবেও রুপ নিচ্ছে দ্রুত সময়ের মধ্যে। তারপরেও নাগরিকদের অসাবধানতা ও চালকদের গাফিলতিতে সড়কে দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনা এড়াতে সকল নাগরিকের সচেতন হওয়ার কোন বিকল্প নেই।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –