• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

ইসরায়েলের এই বর্বরতা মেনে নেয়া যায় না: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৪  

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গাজায় গতকালের ঘটনা মানবতাবিরোধী অপরাধ। ইসরায়েলের এই বর্বরতা মেনে নেয়া যায় না। মানুষ হত্যার মহোৎসব থামছেই না। ত্রাণ কর্মীদের হত্যা করা হচ্ছে। এটা চিন্তারও বাইরে।

বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন

নিহত ৭ ত্রাণকর্মীর মধ্যে ৩ জন ব্রিটিশ নাগরিক। নিজেদের সরবরাহ করা অস্ত্রে এখন নিজের মানুষ মারা যাচ্ছে। ইসরায়েল বন্ধুদের চেনে না।

গতকালের ঘটনার পর পশ্চিমা বিশ্বের বোধদয় হবে। ইসরায়েরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ঘাতক দেশটি সিকিউরিটি কাউন্সিল কে মানে না। সিকিউরিটি কাউন্সিলর প্রস্তাবকেও তোয়াক্কা করছে না।

আমরা ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে সবসময় ছিলাম, আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনো যুদ্ধের  বিরুদ্ধে।  সব ধরনের যুদ্ধ থেমে যাক এটা আমরা আশা করি। হ্যা আমরা, টু স্টেট থিউরি তে বিশ্বাস করি। আস্থা রাখতে চাই। তবে, তা ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে হতে হবে। যেখানে, জেরুজালেমকে রাজধানী মর্যাদা দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। যারা অস্ত্র সরবরাহ করে, এ অস্ত্র নিরীহ, নারী শিশু ও ত্রাণ কর্মীদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। এখন, ফিলিস্তিনে অস্ত্র সরবরাহ বন্ধ হবে বলে আশা করি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –