• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

‘প্রধানমন্ত্রী প্রতিটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে বদ্ধপরিকর` 

প্রকাশিত: ২৮ জুলাই ২০২১  

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, বৈশ্বিক মহামারীতে নিজের জীবনের ঝুকি নিয়ে জননেত্রী শেখ হাসিনা সারা দেশের মানুষের জীবন ও জীবিকা রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন। এই পরিস্থিতিতে আমাদের হাত গুটিয়ে থাকলে চলবে না। সকলের উচিত প্রধানমন্ত্রীর পাশে থাকা। আমাদের নিজ এলাকার মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। মহামারীর বিস্তার রোধে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দেশের মানুষকে নতুন করে বাচার অনুপ্রেরণা যোগাবে।

বীরগঞ্জের সকলের সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ লাইন স্থাপনের উদ্যোগ উপজেলাবাসীর কষ্ট লাগবে একধাপ এগিয়ে যাবে আমাদের স্বাস্থ্যসেবা। আর কেউ অক্সিজেনের অভাবে অকালে মৃত্যু বরণ করবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে বদ্ধপরিকর।
 বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ লাইন স্থাপন করার লক্ষ্যে নব গঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এমপি গোপাল এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন বাবুল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকারিয়া জাকা, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ নুর ইসলাম নুর প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –