• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

চরাঞ্চলের শিক্ষা কার্যক্রম পরিদর্শনে গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১  

বন্যার পানি নেমে যাওয়ার পর কুড়িগ্রামের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বুধবার দুপুরে চিলমারী উপজেলার চরাঞ্চলের কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ সময় পর বিদ্যালয় খোলায় গত কয়েকদিন ধরে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় বিদ্যালয় পরিদর্শন করে আসছি।


বুধবার জেলার চিলমারী উপজেলার চরাঞ্চলের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করে বেশ কিছু শিক্ষক অনুপস্থিতসহ শিক্ষা কর্মকর্তাদের গাফিলতি চোখে পড়ে। এসব ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মোজাহেদুল ইসলাম।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –