• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

গাইবান্ধায় ২২ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে দেওয়া হচ্ছে টিকা       

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১  

আসন্ন এইচএসসি পরীক্ষায় গাইবান্ধা জেলায় ২২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এসব শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা রাখতে তাদের দেওয়া হচ্ছে কোভিড-১৯ এর টিকা। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল থেকে গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে টিকা নিতে শিক্ষার্থীদের মধ্যে বেশ আগ্রহ দেখা গেছে।

জানা যায়, সারাদেশে করোনা ভাইরাস বিস্তার রোধে এইচএসসি পরীক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গাইবান্ধা জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক জেলা পরিষদ হলরুমে পরীক্ষার্থীদের জন্য টিকাদান ক্যাম্পের আয়োজন করেছে।

সিভিল সার্জন ডা. এএম আখতার হোসেন বলেন, আগামী ২৯ নভেম্বর পর্যন্ত ২২ হাজার পরীক্ষার্থীর মধ্যে সাড়ে ১৩ পরীক্ষার্থীকে টিকা দেওয়া সম্ভব হবে। বাকি পরীক্ষার্থীদের পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে।

এর আগে ২১ নভেম্বর জেলা প্রশাসকের মিলনায়তনে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল মতিন।

উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, সিভিল সার্জন ডা. এএম আখতারুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার, জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –