• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

সাঁতরে নৌকা ধরতে গিয়ে বিলের পানিতে ডুবে প্রহরীর মৃত্যু

প্রকাশিত: ১৫ জুন ২০২২  

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিলে সাঁতরিয়ে নৌকা ধরতে গিয়ে পানিতে ডুবে মোবারক আলী (৬১) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) রাতে উপজেলার পাইকেরছড়া নামক বিলে এ ঘটনা ঘটে। পরদিন সকাল সাড়ে ১১টার দিকে মোবারক আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

মোবারক আলী উপজেলার সোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া ঘুণ্টিঘর গ্রামের সোনাউল্লাহ ব্যাপারীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মোবারক আলী পাইকেরছড়া বিলের পাহারাদার (গার্ড) হিসাবে চাকরি করতেন। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ঘাটে নৌকা বেঁধে বাড়িতে ভাত খাওয়ার জন্য যান। এসময় কে বা কারা নৌকাটি ভাসিয়ে দেয়। পরে তিনি বাড়ি থেকে এসে ঘাটের নৌকা বিলের মাঝে ভাসতে দেখে সাঁতরিয়ে নৌকা ধরতে যান। দীর্ঘক্ষণ চেষ্টা করেও নৌকা ধরতে না পেয়ে বিলের পানিতে ডুবে নিখোঁজ হন। পরদিন এ ঘটনা জানতে পেরে স্থানীয়রা মোবারক আলীর মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –