• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বিলে জাল ফেলতেই উঠে এলো পাহারাদারের লাশ

প্রকাশিত: ১৫ জুন ২০২২  

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিলের পানিতে নিখোঁজ পাহারাদার মোবারক হোসেনের লাশ জাল ফেলে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ঐ উপজেলার পাইকেরছড়া ও বঙ্গসোনাহাট ইউনিয়নের পাইকেরছড়া বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মোবারক হোসেন একই উপজেলার দক্ষিণ ভরতের ছড়া গ্রামের বাসিন্দা। তিনি মাসিক ৮ হাজার টাকা বেতনে ঐ বিলের পাহারাদারের দায়িত্ব পালন করতেন।

জানা গেছে, মঙ্গলবার রাতে খাবার খাওয়ার জন্য মোবারক হোসেন নিজ বাড়িতে যান। খাওয়ার পর রাত ৯টার দিকে তিনি বিলে ফিরে এসে দেখেন বৃষ্টি ও বাতাসে ঘাটের নৌকা বিলের মাঝখানে চলে গেছে। পরে সাঁতার কেটে নৌকা আনতে গিয়ে পানিতে ডুবে যান। সকালে বিলের পাড়ে পড়ে থাকা তার পরনের কাপড় দেখে স্থানীয়দের সন্দেহ হয়।  পরে বিলে জাল ফেলে খোঁজাখুঁজির এক পর্যায়ে মোবারকের লাশ উঠে আসে।

ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, এ ঘটনায় কারো অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –