• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

সাংবাদিক সাব্বিরের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২

প্রকাশিত: ১৮ জুন ২০২২  

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সাংবাদিক সাব্বির আহমেদকে পিটিয়ে গুরুতর জখম, ক্যামেরা ভেঙে ফেলা, নগদ টাকাসহ তথ্য কেড়ে নিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া সেই কাদেরসহ দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৭ জুন) লালমনিরহাটের বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।

এর আগে বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্ট সাংবাদিক সাব্বির আহমেদের মা রাবেয়া আক্তারের দায়ের করা মামলায় পুলিশ বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করে। আহত সাব্বির বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার ও উপজেলার সুন্দ্রাহী গ্রামের বাসিন্দা। গ্রেফতার কাদের এবং ফারজানাও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে সাব্বির মোটরসাইকেলে ওই উপজেলার সুন্দ্রাহী গ্রামের বাড়ি ফিরছিলেন। বিকেল ৫টার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছালে সন্ত্রাসীরা তার পথরোধ করে মোটরসাইকেল থেকে টেনে হিঁচড়ে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালীগঞ্জ থানার ওসি এরিএম গেলাম রসুল জানান, মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –