• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দিনাজপুরের ছোট-বড় সব নদীতেই পানি বাড়ছে

প্রকাশিত: ১৮ জুন ২০২২  

দিনাজপুরের ছোট-বড় সব নদীতেই পানি বাড়ছে। অবিরাম বৃষ্টিপাত হলে জেলার তিন নদীর পানি বিপৎসীমা অতিক্রমের আশংকা রয়েছে। 

শনিবার জেলার আত্রাই, পুনর্ভবা ও ছোট যমুনা নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করলেও দুপুরের পর তা কিছুটা নেমে আসে। তবে দিনাজপুরে ছোট-বড় ১৯টি নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। 

এদিকে আগামী ৭২ ঘণ্টায় জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানায়। গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের সাথে উজান থেকে বেয়ে আসা পানিতে জেলার নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। 

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার মাহাবুব আলম জানান, জেলার ওপর দিয়ে প্রবাহিত হওয়া আত্রাই, পুনর্ভবা ও ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। শনিবার বিকালে পুনর্ভবা নদীর পানি ৩৩ দশমিক ৫০০ মিটার বিপৎসীমা থাকলেও ৩০ দশমিক ৮০মিটার, আত্রাই নদীর বিপদসীমা ৩৯ দশমিক ৬৫০ থাকলেও ৩৮ দশমিক ২৭ এবং ছোট যমুনা নদীর পানি বিপৎসীমা ২৯ দশমিক ৯৫০ হলেও ২৮ দশমিক মিটার রয়েছে।

এ সময় তিনি আরও জানান, দিনাজপুরে বৃষ্টিপাত হলে নদ-নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করার আশংকা রয়েছে। অপরদিকে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, শনিবার সকাল পর্যন্ত জেলায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে ভারতের শিলিগুড়ি, আসামসহ বেশ কয়েকটি রাজ্যের ওপর বৃষ্টির বলয় রয়েছে। ফলে আগামী ৭২ ঘণ্টায় আশপাশের কয়েকটি জেলার পাশাপাশি দিনাজপুর জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –