• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

রংপুরে বিসিকের অর্ধবার্ষিক অগ্রগতি ও মূল্যায়ন শীর্ষক সভা

প্রকাশিত: ১৮ জুন ২০২২  

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) রাজশাহী এবং রংপুর বিভাগের আওতাধীন ১৬টি জেলার উন্নয়ন ও সম্প্রসারণমূলক কর্মকাণ্ডের অগ্রগতি শীর্ষক অর্ধবার্ষিক মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুন) রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিসিকের চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান।

সভায় বিসিক রাজশাহী ও রংপুর বিভাগের জেলা প্রধান এবং শিল্পনগরী কর্মকর্তারা ২০২১ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের সম্পাদিত উন্নয়ন-সম্প্রসারণমূলক কর্মকাণ্ডের অগ্রগতি বিষয়ে আলোচনা করেন।

এছাড়া রংপুরের পাগলাপীর পানবাজার এলাকায় ১০০ একর জমির ওপর দ্বিতীয় বিসিক শিল্প নগরী গড়ে তোলা, নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও তাদের ঋণের পরিমাণ বাড়ানোসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের সুপারিশ তুলে ধরেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। এসময় সার্বিক দিক বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বস্ত দেন বিসিকের চেয়ারম্যান।

বিসিক রাজশাহী অঞ্চলের পরিচালক রেজাউল আলম সরকারের (উপসচিব) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসান এবং বিসিকের পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মাহবুবুর রশিদ (উপসচিব)।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –