• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আইএমইআই পরিবর্তন করে মোবাইল বিক্রি, মূলহোতাসহ গ্রেফতার ২

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪  

 
চুরি হওয়া মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে নতুন মোবাইল হিসেবে বাজারে বিক্রি করা চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছেন র‌্যাব-১৩ রংপুর সদর দফতরের সদস্যরা।

বুধবার রাতে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার ফরিদ আলীর ছেলে শাহাদত হোসাইন শুভ ও সুলতান মাহমুদ। এ সময় তাদের কাজ থেকে ৫টি ডিভাইস, ২২টি চোরাই মোবাইল, ১টি ল্যাপটপ, ৫টি হার্ডডিক্স এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৩ এর উপ-পরিচালক মিডিয়া স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ডিভাইস ও সফটওয়্যারের মাধ্যমে চুরি হওয়া মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে নতুন মোবাইল হিসেবে বাজারে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ সদস্যরা বুধবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে হাকিমপুর থানায় সাইবার আইনে মামলা করা হয়েছে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –