• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

ছেলেকে নিয়ে ঈদের নামাজে যাওয়া হলো না বাবার

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৪  

দুই বছরের একমাত্র ছেলে তাওহীদকে নিয়ে ঈদের কেনাকাটা করেছেন বাবা মফিজুল ইসলাম। ছেলেকে নিয়ে ঈদের নামাজে যাওয়ার ইচ্ছে ছিল তার। কিন্তু তার আগেই পানিতে ডুবে মারা গেছে সেই আদরের ছেলে।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার জিগারঘাট এলাকায়। আদরের ছেলে তাওহীদের মৃত্যুতে আহাজারি থামছেই না মা-বাবার।  

জানা গেছে, দুপুরে খেলতে গিয়ে সবার অজান্তে তাওহীদ নিজ বাড়ি পাশে পুকুরে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন পুকুর থেকে তাওহীদের মরদেহ উদ্ধার করেন।

দোলাপাড়া ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুল ইসলাম বলেন, শিশুটির মা তাকে বাসায় রেখে বাইরে গেলে। সবার অজান্তে পুকুরে পড়ে যায় তাওহীদ। পরে পুকুরে তার লাশ ভেসে উঠে।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়খাতা ইউপি চেয়ারম্যান আবু আবু হেনা মোস্তফা জামাল সোহেল।

হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টিকে আমাদের অবগত করেছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –