• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে: কৃষিমন্ত্রী       

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১  

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বঙ্গবন্ধু বলেছিলেন কৃষিকে বিজ্ঞানভিত্তিক করতে হবে। আজ সেটি করা হচ্ছে। ফলে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা বিভাগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, গ্রামে শহরের সুবিধা দিতে গেলে মানুষের আয় বাড়াতে হবে। কর্মসংস্থান বাড়াতে হবে। প্রতিনিয়ত পলিসি পরিবর্তন দরকার। তাই গবেষণা বাড়াতে হবে।

তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত না হলে আগামীতে যদি কোনো যুদ্ধ হয় তাহলে অস্ত্র লাগবে না। খাবার সরবরাহ বন্ধ করলেই যেকোনো দেশ পরাজিত হতে বাধ্য। তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা খুবই জরুরি। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ অর্থনীতি বিভাগের প্রধান মফিদুল ইসলাম।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –