• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

চিলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১  

“মুজিব বর্ষের প্রতিশ্রুতি-জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

বুধবার সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলায় মহড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম বক্তব্য রাখেন।

সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আবু হানিফ, ফ্রেন্ডশিপের প্রজেক্ট অফিসার লাবিবুল ইসলাম, দৈনিক সমকাল প্রতিনিধি নাজমুল হুদা পারভেজ প্রমুখ বক্তব্য রাখেন।

চিলমারী প্রেস ক্লাব সভাপতি এস এম নুরুল আমিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বেসরকারি উন্নয়ন সংস্থা মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি, কেয়ার বাংলাদেশ (নবদীপ কার্যক্রম), ফ্রেন্ডশিপ, কারিতাস বাংলাদেশ ও সমাজ উন্নয়ন কর্ম সংস্থা (সুকস্)।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –