• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

প্রতিটি জেলায় হবে পলিটেকনিক ইনস্টিটিউট: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২১  

কারিগরি শিক্ষাকে এগিয়ে নিতে দেশের প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গতকাল সোমবার (৮ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে জোর দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ শিক্ষা বিস্তারের জন্য সব ধরনের কাজ করছে সরকার। ২০৪১ সালের মধ্যে সবাইকে শিক্ষার আওতায় আনার কাজ চলছে। সে লক্ষ্যেই দেশের প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট হবে।’

বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কেউ যাতে সম্প্রীতির বন্ধনকে নষ্ট করতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –