• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

প্রণোদনা নিয়ে উৎপাদন বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান খাদ্যমন্ত্রীর   

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২১  

নিজেদের প্রয়োজনীয় পণ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পরনির্ভরতা কমাতে সরকারি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সরকারি প্রণোদনা নিয়ে সারা দেশে চাষাবাদ বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল সোমবার (৮ নভেম্বর) নওগাঁ জেলার পোরশা উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে রবি ২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, খেসারি, চিনাবাদাম, মুগ ও পেঁয়াজ বীজ এবং রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আহমেদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার প্রমুখ।

খাদ্যমন্ত্রী বলেন, 'গ্রামীণ অর্থনীতির বাংলাদেশ তিন স্তম্ভের ‌ওপর দাঁড়িয়ে আছে। এগুলো হলো কৃষি খাত, গার্মেন্ট খাত এবং প্রবাসীদের রেমিট্যান্স। এ সেক্টরগুলো শক্তিশালী হওয়ার কারণে করোনাকালে বিশ্ব অর্থনৈতি মন্দায় পড়লেও বাংলাদেশের অর্থনীতি ছিল শক্তিশালী।' তিনি বলেন, 'বাজারে প্রায়ই যেসব পণ্যের দাম বাড়ে সেগুলো আমাদের দেশে কম উৎপাদিত হয়। পরনির্ভরতার কারণে সেসব পণ্য আমদানি করতে হয়। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশেও দাম বাড়ে।'

'আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে দেশে ডিজেলের দাম বাড়ানো হয়েছে' উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, 'আমাদের দেশে তেলের দাম কম হওয়ায় তা পাচার হয়ে যেত। দাম বাড়ানোর কারণে সেটা সম্ভব হবে না। তবে এতে কৃষক কিছুটা ক্ষতিগ্রস্ত হবে।' কৃষকবান্ধব সরকার কৃষককে প্রণোদণার মাধ্যমে সে ক্ষতি পুষিয়ে নিতে সাহায্য করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে এক হাজার ৪০০ জন কৃষকের মাঝে গম, ২০০ জন কৃষকের মাঝে ভুট্টা, এক হাজার ৫০০ জন কৃষকের মাঝে সরিষা, ১০০ জন কৃষকের মাঝে সূর্যমুখী, ১৫০ জন কৃষকের মাঝে মশুর ডাল, ১০০ জন কৃষকের মাঝে খেসারি ডাল, ২০ জন কৃষকের মাঝে চিনাবাদাম, ৩০ জন কৃষকের মাঝে মুগ ডাল এবং ২০ জন কৃষকের মাঝে পেঁয়াজের বীজ বিতরণ করা হয়। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –