• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

বাংলাদেশের টেক্সটাইল শিল্প দিনদিন সমৃদ্ধ হচ্ছে: পাটমন্ত্রী

প্রকাশিত: ১৬ জুন ২০২২  

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বাংলাদেশের টেক্সটাইল শিল্প দিনদিন সমৃদ্ধি লাভ করছে। সর্বোচ্চ গুণগতমান বিচারে এরই মধ্যে দেশের টেক্সটাইল প্রোডাক্ট আন্তর্জাতিকভাবেও সমাদৃত। তাই এ শিল্পটির ওপর সরকারের সুনজর আছে। এই শিল্পটির উন্নয়নে সরকার বিভিন্ন পলিসি গ্রহণ করেছে।

বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বসুন্ধরা (আইসিসিবি)-তে তিন দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এই প্রদর্শনী আগামী ১৮ জুন পর্যন্ত চলবে।

মন্ত্রী বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে দেশের বস্ত্রশিল্পের উন্নয়নের দ্বার আরেক ধাপ এগিয়ে যাবে। এতে করে বাংলাদেশের বস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে দক্ষিণ এশিয়ার বস্ত্র ব্যবসায়ী ও সরবরাহকারীদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে, যা দেশের বস্ত্রশিল্পের জন্য বড় সুসংবাদ।

দেশের বিনিয়োগ পলিসি শিল্পবান্ধব উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সরকার যে বিনিয়োগ পলিসি প্রণয়ন করেছে তা শতভাগ শিল্প ও বিনিয়োগবান্ধব।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ভারতের বস্ত্র মন্ত্রণালয়ের সচিব উপেন্দ্র প্রাসাদ সিংহ, বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান, বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি কে আই হোসেন এবং বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এর আয়োজক ওয়ার্ল্ডেক্স ইন্ডিয়া এক্সিবিশন অ্যান্ড প্রমোশন প্রাইভেট লিমিটেড।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –