• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

গরুর প্রাণ বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা-ছেলের

প্রকাশিত: ১৬ জুন ২০২২  

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরুর প্রাণ বাঁচাতে গিয়ে জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন, মহিষমুড়ী গ্রামের বাবু মিয়ার স্ত্রী রহিমা বেগম ও তার ছেলে রিফাত মিয়া।

স্থানীয়রা জানান, মহিষমুড়ী গ্রামে দুপুরে বাড়ির পাশে ফাঁকা জমিতে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন রিফাত। এ সময় জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় গরুটি। পরে রিফাত গরুটিকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় রহিমা বেগম ছেলেকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করে পার্শ্ববর্তী দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন কামদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু জানান, ঘটনাটি দুঃখজনক। পল্লী বিদ্যুতের তার দুবছর ধরে এভাবেই অরক্ষিত অবস্থায় পড়ে ছিল। যার কারণে এ মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনাটি উপজেলা প্রশাসন ও পুলিশকে অবগত করা হয়েছে।

এ নিয়ে গোবিন্দগঞ্জ থানার  ওসি ইজার উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দুবছর ধরে কেন বিদ্যুতের তার অরক্ষিত অবস্থায় পড়ে ছিল, সে বিষয়টিও খতিয়ে দেখা হবে।

গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃস্টে মা-ছেলের ঘটনায় তাৎক্ষণিক খবর পেয়ে উপজেলা নিবার্হী অফিসার আরিফ হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা জহিরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা করেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –