• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

সরকারের কাছে যথেষ্ট ত্রাণসামগ্রী রয়েছে: প্রতিমন্ত্রী জাকির হোসেন

প্রকাশিত: ১৭ জুন ২০২২  

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, সরকারের কাছে যথেষ্ট ত্রাণ সামগ্রী রয়েছে। ত্রাণ নিয়ে কোনো চিন্তা করতে হবে না।

বৃহস্পতিবার প্রতিমন্ত্রী নিজ নির্বাচনী এলাকা কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের নামাবকবান্ধা, খেওয়ারচর, আলগারচর ও লাঠিয়ালডাঙ্গা গ্রাম পরিদর্শন এবং ত্রাণসামগ্রী বিতরণের সময় এ কথা বলেন।

জাকির হোসেন আরো বলেন, বৃষ্টি আর ভারত থেকে আসা পাহাড়ি ঢলে হঠাৎ করে বন্যা দেখা দেওয়ায় এ অঞ্চলে পাট, চিনা, কাউন ইত্যাদি ফসল নষ্ট হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা-ঘাট। বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা-ঘাট মেরামত করা হবে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে।

এ সময় তার সঙ্গে ছিলেন- রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, বন্দবেড় ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরসহ স্থানীয় নেতা ও বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –