• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বার কাউন্সিলের প্রিলি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ১৮ জুন ২০২২  

বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ১০ হাজার ২৫৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

শুক্রবার রাতে বাংলাদেশ বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব মো. আফজাল-উর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কাউন্সিলের ওয়েভ পেজে উত্তীর্ণ পরীক্ষার্থীদের (রোল) ক্রমিক নম্বর প্রকাশ করা হয়। 

এর আগে, শুক্রবার দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪০ হাজার শিক্ষানবিশ আইনজীবী অংশগ্রহণ করেছিলেন।

বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তি হতে প্রত্যেক প্রার্থীকে প্রিলিমিনারি (এমসিকিউ), লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৫০ নম্বর পেলে লিখিত পরীক্ষায় পরপর দুবার অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন একজন প্রার্থী।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –