• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৮ জুন ২০২২  

পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে আগামী মাসে (জুলাই) জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার সকালে নিজ বাসভবনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আগামী মাসে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারি, যেন সাধারণ মানুষের ওপর চাপ না পড়ে।

প্রসঙ্গত, দেশে বর্তমানে ডিজেল লিটারপ্রতি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। আর লিটারপ্রতি অকটেন বিক্রি হচ্ছে ৮৯ টাকায়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –