• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

প্রধানমন্ত্রীর আশ্বাসে চা শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ২২ আগস্ট ২০২২  

প্রধানমন্ত্রীর আশ্বাসে চা শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার                    
সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর আশ্বাসে সারাদেশের চা বাগানে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফিরছেন চা শ্রমিকরা।

গতকাল রবিবার (২১ আগস্ট) রাতে এক বৈঠকে প্রধানমন্ত্রীর আশ্বাসে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। চা শ্রমিক নেতারা ভরা মৌসুমে বাগানে পাতা উত্তোলনের সিদ্ধান্ত নেন।

চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। তারা আজ থেকে কাজে যাবেন।’

মৌলভীবাজার কুলাউড়া লংলা ভ্যালির সভাপতি শহীদুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী। তার আশ্বাসের পরিপেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘প্রধানমন্ত্রীর আশ্বাসে শ্রমিক নেতারা খুশি। তারা আজ থেকে কাজে যোগ দিচ্ছেন।’

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –