• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

ওএমএস চালু হওয়ায় চালের দাম কমবে: খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২  

ওএমএস চালু হওয়ায় চালের দাম কমবে: খাদ্যমন্ত্রী                    
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খোলা বাজারে বিক্রি (ওএমএস) ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু হওয়ায় বাজারে চালের দাম কমবে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আজিমপুর ছাপড়া মসজিদ সংলগ্ন ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচিতে প্রতি মাসে তিন লাখ মেট্রিক টন চাল দেওয়া হবে। বর্তমানে দেশে প্রায় ২০ লাখ টন খাদ্যশস্য মজুত আছে। ভবিষ্যৎ পরিকল্পনায় আরো গম এবং চাল আমদানি করা হবে।

তিনি আরো বলেন, দেশের চালের কোনো সংকট নেই। প্রতিটির ব্যবসা প্রতিষ্ঠানের দিকে তাকালেই দেখা যায় প্রচুর পরিমাণ চাল রয়েছে। চালে কেউ অস্বাভাবিক মুনাফা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মিলে কি দরে চাল বিক্রি হচ্ছে? সেখান থেকে আড়তে তারা কি দরে বিক্রি করছে এবং আড়ত থেকে কিনে খুচরা বিক্রেতারা কত লাভে বিক্রি করছে এটা কঠোর মনিটরিং করা হচ্ছে।

খাদ্যমন্ত্রী জানান, প্রতিবছর আবাদি জমির পরিমাণ কমছে। চাষিরা আম আনারসসহ বিভিন্ন ফসলের দিকে ঝুঁকে যাচ্ছে। এ কারণে ভবিষ্যৎ পরিকল্পনায় চাল এবং গম আমদানি করা হচ্ছে। সরু চাল যাতে অবাধ আমদানি হয় সে জন্য সরকার ট্যাক্স কমিয়েছে। আশা করা যাচ্ছে অচিরেই বিপুল পরিমাণ চাল আমদানি হবে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের ৫০ লাখ হতদরিদ্র জনগোষ্ঠীকে ১৫ টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে। আর ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল দেওয়ার পাশাপাশি একজন কার্ডধারী ৩০ টাকা দরে ১০ কেজি করে দরে চাল কিনতে পারবেন। সেপ্টেম্বর ও অক্টোবর এই দুই মাস খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল বিতরণ করা হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –