• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

কেউ বিশৃঙ্খলা করলে পুলিশ ব্যবস্থা নেবেই: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২২  

কেউ বিশৃঙ্খলা করলে পুলিশ ব্যবস্থা নেবেই: প্রধানমন্ত্রী                      
শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করলে কেউ কিছু বলবে না, কিন্তু বিশৃঙ্খলা করলে পুলিশ ব্যবস্থা নেবেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি আন্দোলনের নামে আক্রমণ করলে পুলিশ তা প্রতিহত করবেই।

গতকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

‘বিএনপির আন্দোলনে পুলিশ হামলা করছে’ রুমিনের এমন বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আমি পুলিশকে বলেছি কিছু না বলার জন্য এটা ঠিক। কিন্তু পুলিশ তো আগ বাড়িয়ে কিছু করেনি। পুলিশ যদি আক্রান্ত হয় তার নিজেকে বাঁচানোর অধিকার আছে। না কি সেটা নেই? পুলিশ আক্রান্ত হলেও তার নিজেকে রক্ষার কোনো অধিকার থাকবে না?

তিনি বলেন, পুলিশ তো আগ বাড়িয়ে কিছু করেনি। পুলিশ যদি আক্রান্ত হয় তার নিজেকে বাঁচাবার অধিকার আছে।

বাংলাদেশের অর্থনীতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কিছুটা চাপ লক্ষণীয় হলেও বিশ্বব্যাংকের সাম্প্রতিক গবেষণায় এসেছে, বাংলাদেশ খাদ্য ঘাটতিতে নেই। বাংলাদেশ কোনো সংকটে নেই। প্রতিবেশি অনেক দেশের প্রেক্ষাপটেও বাংলাদেশের ঋণ পরিশোধজনিত ঝুঁকি নেই।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –