• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

প্রয়োজনে অন্য দেশ থেকে খাদ্য আমদানির নির্দেশ

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২  

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনে অন্যান্য দেশ থেকে খাদ্য আমদানির নির্দেশ দিয়েছেন।

রোববার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পাঁচ দেশ থেকে খাদ্য আমদানির চুক্তি হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, শুধু এর ওপর নির্ভর না করে বিকল্প হিসেবে আরো কয়েকটি উৎসকে প্রস্তুত রাখতে, যেন শেষ মুহূর্তে কোনো জটিলতা না হয়। 

তিনি বলেন, বর্তমান দেশে ১৯ লাখ ৫০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। আমনের ফসল কিছুটা কম হলেও যেন কোনো প্রকার প্রভাব না পড়ে, সে কারণে প্রয়োজনে আমদানি করে খাদ্যশস্যের ঘাটতি মেটানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আমনের সেচ সুবিধার জন্য রাত ১২টা থেকে সকাল ছয়টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –