• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দুর্যোগ সহনীয় ঘর পেয়ে আশ্রয়কেন্দ্রে যেতে হয়নি ৪ লাখ মানুষকে

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২  

দুর্যোগ সহনীয় ঘর পেয়ে আশ্রয়কেন্দ্রে যেতে হয়নি ৪ লাখ মানুষকে       
দেশের ১৯ উপকূলীয় জেলায় ৬১ হাজার ৩৭৮টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে দুর্যোগ সহনীয় ঘর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে ঘূর্ণিঝড় সিত্রাং-এর সময় প্রায় চার লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হয়নি।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঘূর্ণিঝড় সিত্রাং-এর আগে ১৯ উপকূলীয় জেলায় ২ লাখ ১৯ হাজার ৬৯০ জন মানুষ এবং ৪৫ হাজার ৪৪২টি গবাদি পশু আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করে। মোট ৭ হাজার ৪৯০টি আশ্রয় কেন্দ্রে ধারণ ক্ষমতা ছিল ৪২ লাখ ৭৪ হাজার।

প্রেস উইং থেকে জানানো হয়, উপকূলীয় জেলার আশ্রয়ণের ৬১ হাজার ৩৭৮টি ঘরে প্রতিবেশি কয়েক লাখ মানুষ আশ্রয় পেয়েছেন। ফলে জানমালের ক্ষতি অনেক কম হয়েছে। দুর্যোগ সহনীয় ঘর হওয়ায় কোনো ঘরের তেমন ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

এতে আরও জানানো হয়, প্রধানমন্ত্রীর মাধ্যমে ভূমিহীন-গৃহহীন মানুষ ঘর পাওয়ায় তাদের দুর্যোগ ঝুঁকি হ্রাস পেয়েছে। দুর্যোগকালীন সময়ে মানুষের ও গবাদি পশুর জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –