• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নিউইয়র্কে গুরুত্বপূর্ণ রাস্তার নাম এখন ‘বাংলাদেশ স্ট্রিট’

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩  

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিউইয়র্কের একটি ব্যস্ততম রাস্তার পুনঃনামকরণ করা হয়েছে বাংলাদেশ স্ট্রিট। বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের সেভেনট্রি থার্ড স্ট্রিট নামের রাস্তাটি এখন থেকে বাংলাদেশ স্ট্রিট নামেই পরিচিত হবে।

রোববার দুপুরে এ উপলক্ষ্যে জ্যাকসন হাইটসে আয়োজিত এক অনুষ্ঠানে মূলধারার রাজনীতিবিদসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি যোগ দিয়েছিলেন।

স্থানীয় ২৫ ডিস্ট্রিক্টের কাউন্সিলম্যান শেখর কৃষ্ণানের উদ্যোগে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকার এই রাস্তার নতুন নামকরণ করা হলো। এর মাধ্যমে সেখানে বসবাসকারী বাংলাদেশিদের বহু দিনের দাবি পূরণ হলো। এ রাস্তার নতুন নামকরণের ফলে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস ছিল লক্ষণীয়। মার্কিন কংগ্রেস ওম্যান গ্রেস ম্যাংসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এ রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন।

জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) নেতারা অনেক দিন ধরে, এ রাস্তার নামকরণ নিয়ে নিরলসভাবে কাজ করছিলেন। নিউইয়র্কে দুটি এলাকায় লিটল বাংলাদেশ এভিনিউ নামকরণের পর এবার, গুরুত্বপূর্ণ এই রাস্তার নামকরণ করায় প্রবাসী বাংলাদেশিরা খুবই খুশি। তারা মনে করছেন, এভাবেই আমেরিকার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশিদের অবদানকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –