• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

‘একসঙ্গে কাজ করলে বাংলাদেশ-রাশিয়ার স্বার্থ রক্ষা হবে’

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৪  

বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন। তিনি বলেছেন, দুই দেশ একসঙ্গে কাজ করলে বন্ধুত্ব আরো শক্তিশালী এবং উভয় দেশের স্বার্থ রক্ষা হবে।

মঙ্গলবার শেখ হাসিনাকে লেখা চিঠিতে রাশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘রাশিয়ান ফেডারেশন সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবসে অভিনন্দন জানাই।’

তিনি আরো বলেন, ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার চেতনায় বিকশিত হচ্ছে। বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে যাচ্ছে এবং এর পরিপ্রেক্ষিতে নানা যৌথ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।’

চিঠিতে শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং তার দায়িত্বশীল কাজে নতুন সাফল্য ও বন্ধুপ্রতিম বাংলাদেশি জনগণের সুখ ও সমৃদ্ধি কামনা করেন মিখাইল মিশুস্টিন।

স্বাধীনতা দিবসে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আরো শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –