• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

সচিব পর্যায়ে রদবদল

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৪  

প্রশাসনে সাত অতিরিক্ত সচিব ও একজন যুগ্ম সচিবের দফতর বদল হয়েছে। আর একজন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় সংসদের হুইপ সারজিদা খানমের একান্ত সহকারী সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে। 

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়। 

আদেশ অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধনের নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. মাহবুব আলম তালুকদার। অন্যদিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মহিবুজ্জামানকে জীবন বিমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) নুজহাত ইয়াসমিনকে জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক এবং পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ছায়েদুজ্জামানকে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ইকোনমিক মিনিস্টার মো. মাহমুদুল হাসানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্তি, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব জোবায়দা বেগমকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

পৃথক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মীর নাহিদ আহসানকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ভিন্ন এক আদেশে মো. রেজাউজ্জামানকে জাতীয় সংসদের হুইপ সানজিদা খানমের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আরেক আদেশে সিনিয়র সহকারী সচিব আলীম আখতার খানকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –