• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

নাশকতার মামলায় জেলা যুবদলের সভাপতি কারাগারে

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৪  

দিনাজপুরে নাশকতা মামলায় জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার উল্লাহর আদালতে জামিন আবেদন করেন আব্দুল মোন্নাফ মুকুল। এ সময় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) রবিউল ইসলাম রবি।

মামালার এজাহার সূত্রে জানা যায়, গত বছর ১৩ নভেম্বর ভোর পাঁচটায় দিনাজপুর শহরের আনন্দসাগর নেমতাড়া এলাকায় গ্যারেজে রাখা মালবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়া হয়। এতে গাড়িটির সামনের পুরো অংশ পুড়ে ছাই হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হন।

এ ঘটনায় ট্রাকের মালিক গুলজার হোসেন (৪৯) বাদী হয়ে কতোয়ালী থানায় কয়েকজনের নাম উল্লেখ করে ও কয়েকজনকে অজ্ঞাতনামা দেখিয়ে একটি নাশকতা মামলা দায়ের করেন। আব্দুল মোন্নাফ মুকুল সেই মামলার এজাহার নামীয় আসামি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –