• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

বাংলাদেশের রেল আন্তজার্তিক রুটে পরিণত করা হবেঃ পঞ্চগড়ে রেলমন্ত্রী

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৯  

আগামী দিনে দেশের রেল আন্তজার্তিক রুটে পরিণত করা হবে। বাংলাদেশ হয়ে বন্ধুপ্রতিম ভারত, নেপাল, ভুটান, মিয়ানমান, সিঙ্গাপুর রেল যোগাযোগ সৃষ্টির মাধ্যমে দেশের ব্যবসা বানিজ্য ও মানুষের ভাগ্য উন্নয়নের সাথে সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে – বললেন রেলপথ মন্ত্রী এডভোকেট নূরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বোদা উপজেলার ধানহাটি মাঠে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভার প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের মানুষ একসময় রেল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, বিএনপি জামায়াত ক্ষমতায় থাকাকালে রেলের কর্মকর্তা কর্মচারীদের চাকুরিচ্যুত করা হয়েছে। বিভিন্ন শহরের সাথে বিদ্যমান রেলের যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। আওয়ামীলীগ সরকার গঠনের পর বিগত এক দশকে রেলের উন্নয়নে আলাদা মন্ত্রণালয় করে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মানুষ আজ তার সুফল ভোগ করছে, রেল বিস্তৃত হচ্ছে সারাদেশে। আগে এ অঞ্চলের সাথে ঢাকার সরাসরি কোন ট্রেনের যোগাযোগ ছিলনা, শেখ হাসিনা সেটিরও ব্যবস্থা করে দিয়েছেন। চলমান মেয়াদেও রেলের ব্যাপক উন্নয়ন কর্মসূচী গ্রহন করেছে সরকার।

সংবর্ধনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড: ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও নির্বাহী পরিষদ সদস্য মনিরুল কাদের, সহসভাপতি ইউসুফ আলী দুলাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি, দেবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ প্রমুখ।

মন্ত্রী আরো জলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, আপনাদের সকলের সহযোগীতায় চাই যাতে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি এবং এ অঞ্চলের মানুষের ভাগ্যউন্নয়নে কাজ করে যেতে পারি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –