• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে পারেননি শাকিব খান

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

 চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ তুলে মোহাম্মদ রহমত উল্লাহ নামে এক প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন নায়ক শাকিব খান। তবে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে আরেকটি মামলা করতে চাইলেও মামলা নেয়নি আদালত। 

বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে চাঁদা দাবি ও  হত্যার হুমকির অভিযোগ এনে মামলা করেন শাকিব খান। আদালত তার জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদ রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

এরপর শাকিব খান যান ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে। তবে মামলা করার সময় অতিবাহিত হওয়ায় এদিন তিনি মামলা করতে পারেননি। আগামী সোমবার (২৭ মার্চ) তাকে আসতে বলেছেন আদালত।

জানা গেছে, এর আগে চলচ্চিত্র প্রযোজক দাবি করা রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে গুলশান থানায় যান শাকিব খান। তবে থানা থেকে মামলা গ্রহণ না করে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলেন রহমত উল্লাহ। তবে শাকিব খান দাবি করেন, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুণ্ণ ও চাঁদা দাবি করছেন রহমত উল্লাহ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –