• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দেশবাসীকে জনশুমারীতে অংশগ্রহণ করার আহ্বান স্পিকারের

প্রকাশিত: ১৬ জুন ২০২২  

দেশের সব নাগরিককে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে জনশুমারী ও গৃহগণনায় অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় তিনি জনশুমারী ও গৃহগণনা-২০২২ এর সফলতা কামনা করেন।

বৃহস্পতিবার রাজধানীর সংসদ এলাকায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বাসভবনে জনশুমারির তথ্য সংগ্রহকারী দলের কাছে নিজের ও পরিবারের তথ্য প্রদান শেষে তিনি দেশবাসীর প্রতি এ আহ্বান জানান। এর আগে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারী ও গৃহগণনা ২০২২ প্রকল্পের পরিচালক মোঃ দিলদার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্পিকারের পরিবারের তথ্য সংগ্রহ করেন। এ সময় স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, ১৫ জুন ২০২২ হতে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে শুরু হওয়া এই জনশুমারি ২১ জুন পর্যন্ত পরিচালিত হবে। জনশুমারিতে প্রশ্নাবলীর মাধ্যমে একজন নাগরিকের কাছ থেকে ৪৫ ধরনের তথ্য নেয়া হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –