• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

এসএসসি: জানা গেল পুনঃনিরীক্ষার ফল প্রকাশের তারিখ

প্রকাশিত: ৬ আগস্ট ২০২৩  

 
ফলাফলে সন্তুষ্ট হতে না পেরে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষার আবেদন জানিয়েছেন ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী। আবেদনকৃত শিক্ষার্থীদের খাতাগুলো পুনর্নিরীক্ষণের পর এর ফল প্রকাশ হবে আগামী ২৮ আগস্ট। দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড নিয়ে সারা দেশের ১১টি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার রোববার গণমাধ্যমকে এ তথ্য জানান।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবুল বাশার জানান, ঢাকা বোর্ডের অধীনে ফল নিরীক্ষণের আবেদন করেছেন ৭৩ হাজার ৪৬ জন পরীক্ষার্থী।

তারা মোট এক লাখ ১১ হাজার ২০১টি খাতা নিরীক্ষণের আবেদন করে।
এর আগে এক বিষয়ে ফেল করার কারণে অনুত্তীর্ণ হওয়া বা বিষয়ভিত্তিক কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বেঁধে দিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষার্থীরা ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ পেয়েছে।

এবার সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন পরীক্ষার্থী।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –