• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বাঙালির স্বার্থ রক্ষায় বঙ্গবন্ধু ছিলেন অটল: সমাজকল্যণমন্ত্রী

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৩  

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বাঙালি ও বাংলার স্বার্থ রক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অটল। পাকিস্তানি শাসকরা বঙ্গবন্ধুকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ দিতে চেয়েছিল, বঙ্গবন্ধু তাদের সেই পদকে অবহেলা করে বলেছিলেন, আমার পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার প্রয়োজন নেই, আমার প্রয়োজন বাংলা ও বাঙালির স্বার্থকে অক্ষুণ্ণ রাখা।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের সমাজসেবা অধিদফতরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভা শেষে ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মানবকল্যাণ পদক তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে এসময় নুরুজ্জামান আহমেদ বলেন, আজকে সমাজসেবা দিবস ২০২৩ উপলক্ষে স্পষ্টভাবে বলতে চাই, যারা কাপুরুষের মতো বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তারা দেশের কোনো উন্নয়ন করতে পারেনি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এক সময়ের দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশ আজ সারা বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে।

তিনি বলেন, ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর ঢেউ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচলিত হননি। বিশ্বের কোনো রাষ্ট্র ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিতে সক্ষম হয় নাই, সক্ষম হয়েছেন শুধু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।  

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –