• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

নারী দিবসে আফগান নারীরা নেমে এলো সড়কে, করলো মিছিল

প্রকাশিত: ৯ মার্চ ২০২৩  

কট্টর ইসলামপন্থী তালেবান গোষ্ঠী ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকে নারীদের ওপর একের পর এক বিধিনিষেধ জারি করে যাচ্ছে। এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, বিদেশভ্রমণ এমনকি বিনোদনকেন্দ্রগুলোতেও নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে তালেবান।

তবে বুধবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কাবুলে অন্তত ২০ জন আফগান নারী একটি মিছিলের আয়োজন করে। এসময় সেখানে এএফপির আফগানিস্তান প্রতিনিধি নিজে উপস্থিত ছিলেন বলে জানিয়েছে ফ্রান্সভিত্তিক বার্তাসংস্থা এএফপি।

জাতিসংঘের আফগানিস্তান মিশনের প্রধান রোজা ওটুনবায়েভা বুধবার এক বিবৃতিতে আফগানিস্তানকে ‘বিশ্বের সবচেয়ে দমনমূলক দেশ’ উল্লেখ করেছেন।

আর সেদিনই দেশটির রাজধানী কাবুলে নারী দিবস উপলক্ষে প্রতিবাদ মিছিল করা হয়। মিছিল পরবর্তী সমাবেশে আন্তর্জাতিক বিশ্বকে সাধারণ আফগানদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন নারীরা।

জাতিসংঘের মিশনপ্রধান বলেন, তারা (তালেবান) যেভাবে পদ্ধতিগত, স্বতঃস্ফূর্ত ও নিয়মতান্ত্রিকভাবে জনজীবন থেকে নারীদেরকে বিচ্ছিন্ন করে তাদেরকে গৃহে আবদ্ধ করছে— এটা দেখাও কষ্টকর।

তিনি আরো বলেন, মানবিক ও অর্থনৈতিক বিপর্যয়ের দিক থেকে এ মুহূর্তে বিশ্বের বৃহত্তম দেশ আফগানিস্তান। এমন পরিস্থিতিতে দেশটি নারীদের প্রতি যে কঠোর নীতি গ্রহণ করেছে— তা জাতিগতভাবে আফগানদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

এদিকে তালেবানদের নানা নিষেধাজ্ঞার প্রতিবাদে এর আগেও প্রতিবাদ করেছেন আফগান নারীরা, কিন্তু তালেবানের সশস্ত্র বাহিনী সহজেই সেসব মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছেন, মিছিল থেকে নারীদের গ্রেপ্তার ও পরে তাদের ওপর নির্যাতন চালানোর অভিযোগও রয়েছে বাহিনীর বিরুদ্ধে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –