• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

‘মৎস্যসম্পদ রক্ষার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে’

প্রকাশিত: ৫ মে ২০২৪  

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, কাপ্তাই হ্রদ ও হ্রদের মৎস্যসম্পদ রক্ষা করে বৈদেশিক মুদ্রা অর্জনের চেষ্টা করতে হবে। সে কারণে আধুনিক মৎস্য অবতরণ ঘাটসহ যা করার প্রয়োজন সেটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় করবে।

শনিবার রাঙ্গামাটি মৎস্য অবতরণ ঘাটে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, কাপ্তাই হ্রদে আগামী তিন মাস মাছ ধরা নিষিদ্ধ। যে মাছের পোনা ছাড়া হচ্ছে সেটি আপনাদের জন্য। এ মাছ আমরা এসে ধরবো না আপনারাই এ মাছ ধরবেন। দেশের মৎস্যসম্পদ রক্ষা করা সবার দায়িত্ব।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলাল হায়দার, সংসদ সদস্য দীপংকর তালুকদার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি মো. আবদুল আলীম মাহমুদ, মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. জুলফিকার আলী প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –