• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

পঞ্চগড়ে চড়া দামে চাল বিক্রি: ৫ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ২১ মার্চ ২০২০  

পঞ্চগড় অতিরিক্ত মূল্যে চাল বিক্রির দায়ে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সর্বমোট ৪০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

শনিবার বিকেলে জেলা শহরের চাল আড়ৎ মের্সাস বারেক রাইস এজেন্সি, মের্সাস জিন্নাহ রাইস মিল, জাকির এন্ড সন্স ও মের্সাস নাইম ট্রেডার্সে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহ-পরিচালক পরেশ চন্দ্র বর্মন। এসময় তিনি চাল ব্যবসায়ী আব্দুল বারেক বাচ্চুকে ২০ হাজার টাকা, জিন্নাহ মিয়াকে ১০ হাজার টাকা, জাকির হোসেনকে ৫ হাজার টাকা, আজিজুল ইসলামকে তিন হাজার টাকা ও জালাল উদ্দীনকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। 

তিনি জানান, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে চাল বিক্রি করছেন এমন খবরে শহরের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। খবরের সত্যতা পাওয়ায় পাঁচজন চাল ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পরেশ চন্দ্র বর্মন।
 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –