• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

গ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

প্রকাশিত: ২১ আগস্ট ২০২০  

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত সকল অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে পঞ্চগড় জেলা সড়ক পরিবহন শ্রমিকলীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন- পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা পারভিন, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির উজ্জ্বল, জেলা সড়ক পরিবহন শ্রমিকলীগের সভাপতি শাহীন রেজা মিয়াসহ জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন- ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত সব খুনিদের অবিলম্বে ফাঁসি কার্যকরসহ যারা বিদেশে পালিয়ে আছে তাদেরও দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান। 

মানববন্ধন শেষে শহরের চৌরঙ্গী মোড়ে হতে জেলা আওয়ামী লীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –