• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আটোয়ারীতে দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০  

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের বটতলী আর্দশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বটতলীহাট সৃজনশীল যুব সংঘের আয়োজনে শুক্রবার দিনব্যাপী চিকিৎসা সেবা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও বলরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাজেদুর রহমান বকুল। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীরমুক্তিযোদ্ধা দেবীচরণ বর্মন, বীরমুক্তিযোদ্ধা খগেন্দ্রনাথ বর্মন। বিনামুল্যে চিকিৎসা সেবা কেন্দ্র পরিচালনা করেন বটতলী হাট সৃজনশীল যুব সংঘের পরীক্ষিত চন্দ্র বর্মন সুজন। 

এ সময় বটতলীহাট সৃজনশীল যুব সংঘের সদস্যরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিনামুল্যে চিকিৎসা সেবা কেন্দ্রে প্রায় ২ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করেন বোদা সদর হাসপাতালের এমবিবিএস ডাঃ নবকান্ত রায়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –