• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পঞ্চগড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য পাকাঘর নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০  

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ,বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসুচির আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলায় ২৫ জন দুঃস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ২৫ টি পাকা ঘর নির্মান করা হচ্ছে।

পঞ্চগড় জেলা প্রশাসক ড.সাবিনা ইয়াসমিন মঙ্গলবার উপজেলার বালাভীড়ে এই পাকাঘর নির্মান কাজের উদ্বোধন করেন। বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলীর সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত এক সভায় অন্যানের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি,সহাকারী কমিশনার (ভুমি) শাররিয়ার রহমান,আদিবাসি কল্যান সমিতির উপদেষ্টা মিজানুর রহমান,উদয় কুমার ঘোষ,সভাপতি লোথরু হেমরম,সম্পাদক শিব চরণ মারডি বক্তব্য রাখেন।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য প্রতিটি ঘর ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।  পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ঘর নির্মাণ করায় সন্তোষ প্রকাশ করেছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভূক্ত জনগণ। এসময় তাঁরা আওয়ামীলীগ সরকারের সব উন্নয়নমূলক কর্মকান্ডের প্রশংসা করেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –