• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পঞ্চগড়ে বিরল প্রজাতির সাপ উদ্ধার

প্রকাশিত: ১৮ মে ২০২১  

বিশ্বে ২৭তম ও বাংলাদেশে পঞ্চমবারের মতো দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বিরল প্রজাতির ‘রেড কোরাল কুকরি’ সাপ। রোববার (১৬ মে) রাতে বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের মোটাপাড়া এলাকা থেকে সাপটি উদ্ধার করেন স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষক ও উদ্ধারকারী সহিদুল ইসলাম।

জানা গেছে, রোববার রাতে বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের মোটাপাড়া এলাকায় স্থানীয়রা হঠাৎ একটি সাপ দেখতে পায়। তারা সাপটিকে আটকে রেখে স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষক ও উদ্ধারকারী সহিদুল ইসলামকে খবর দেয়। খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান। জীবিত অবস্থায় সাপটি উদ্ধার করে বাড়ি নিয়ে যান।

এর আগে, গত ৭ ফেব্রুয়ারি একই এলাকা থেকে আহত অবস্থায় প্রথমবারের মতো একটি সাপ উদ্ধার করা হয়। পরে ২৬ ফেব্রুয়ারি সদর উপজেলার চাকলারহাট এলাকা থেকে দ্বিতীয়বারের মতো মৃত অবস্থায়, ২০ এপ্রিল একই ইউনিয়ন থেকে তৃতীয়বারের মতো জীবিত অবস্থায় এবং ১০ মে একই এলাকা থেকে চতুর্থবারের মতো মৃত অবস্থায় উদ্ধার করা হয় রেড কোরাল কুকরি।

স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষক ও উদ্ধারকারী সহিদুল ইসলাম জানান, প্রথমবার বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের পরিত্যক্ত ইটভাটার মাটি স্থানান্তর করার সময় স্থানীয়রা সাপটি দেখে আমাকে খবর দেয়। আমি ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় সাপটি উদ্ধার করি। বর্তমানে সাপটি রাজশাহীতে চিকিৎসার পর সুস্থ আছে। রোববার রাতে একই ইউনিয়নের মোটাপাড়া এলাকায় আরও একটি ওই বিরল সাপ রাস্তায় উঠতে দেখলে স্থানীয়রা আটকে রেখে আমাকে খবর দেয়। আমি জীবিত অবস্থায় সাপটি উদ্ধার করি। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –